ঢাকা, ২৩ ডিসেম্বর সোমবার, ২০২৪ || ৯ পৌষ ১৪৩১
good-food
২৭০

৭ দিনে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু

লাইফ টিভি 24

প্রকাশিত: ১২:৫৮ ৩০ এপ্রিল ২০২৪  

সারাদেশে গত সাত দিনে হিটস্ট্রোকে ১০ জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে কন্ট্রোল রুমের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

 

এর মধ্যে সোমবারই তিন জন মারা গেছেন উল্লেখ করে অধিদফতর জানিয়েছে, ওই দিন হিটস্ট্রোকে মারা যাওয়া তিন জনই পুরুষ। এছাড়া হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আরও পাঁচ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। গত ২২ এপ্রিল থেকে কন্ট্রোল রুম মনিটরিং করে সারাদেশ থেকে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে এক কর্মকর্তা জানান। 

 

কন্ট্রোল রুমের তথ্য বলছে, হিট স্ট্রোকে গতকাল মারা যাওয়া তিন জনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে মাদারীপুর জেলায়। আরেকজনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে।

 

সোমবার পর্যন্ত প্রাপ্ত তথ্য বলছে, এই কদিনে হিটস্ট্রোকে ১০ জনের মৃত্যু ও পাঁচ জনের হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত সারাদেশে হিটস্ট্রোকে মারা যাওয়া ১০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন নারী। মারা যাওয়া ১০ জনের মধ্যে দুজন মাদারীপুরের।

 

এছাড়া চুয়াডাঙ্গা, খুলনা, হবিগঞ্জ, রাজবাড়ী, ঝিনাইদহ, লালমনিরহাট, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় একজন করে মারা গেছেন।

জনদুর্ভোগ বিভাগের পাঠকপ্রিয় খবর